Khoborerchokh logo

রংপুর নগরীতে প্রবাসীর মৃত্যু গুজব রটনাকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার। 107 0

Khoborerchokh logo

রংপুর নগরীতে প্রবাসীর মৃত্যু গুজব রটনাকারী চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার।

শাহ মোহাম্মদ রায়হান বারী
সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসে রংপুর নগরীতে প্রবাসীর মৃত্যু গুজব রটনাকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। 
শনিবার দুপুরে ধাপ পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ জানান, গত ৩ এপ্রিল ‘করোনা ভাইরাস (কভিড-১৯) সেফ বাংলাদেশ’ নামক গ্রুপে আশিক সরকার নামে এক যুবক নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী করোনায় মারা গেছে বলে প্রচারণা চালায়। একইসাথে ওই এলাকা পুলিশ ঘিরে রেখেছে ও পুরো ধাপ এলাকা লকডাউন করার তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট দেয়। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে জনমনে আতংঙ্ক তৈরী হয়। পরে অভিযান চালিয়ে মেট্রোপলিটন পুলিশ গাইবান্ধার সুন্দরগঞ্জ ও রংপুর থেকে ফেসবুক গ্রুপের মডারেটর ও অ্যাডমিনসহ ৫ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com